এক নজরে ভারতবর্ষ ভূগোল | indian geography (class 1)

 

indian geography


গ্রিক পণ্ডিত ইরেটোসথেনিস (Eratosthenes) প্রথম ভূগোল শব্দটি ব্যবহার করেছিলেন। গ্রিক শব্দ 'জিও' (geo) অর্থ ভূমন্ডল বা পৃথিবী এবং 'গ্রাফি (graphy) অর্থ বর্ণনা, সার্বিক অর্থে মানুষের আবাস এই পৃথিবীর বর্ণনা। ইরেটসথে হলেন ভূগোলের জনক।

ভূগোল বিষয়ের এই মূল ধারণার আজ অবধি তেমন বড় ধরনের কোন পরিবর্তন

হয়নি। তবে এই প্রসঙ্গে ভূগোল এর দুটি আধুনিক সংজ্ঞা বিবেচনা করা যেতে পারে।

Vodeo link : https://www.youtube.com/live/pPFOSWHLmCk?feature=share


indian geography
🛑 আয়তনের দিক থেকে ভারত বর্ষ পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ ।
🛑 ভারতবর্ষের মোট আয়তন 32,87,263 বর্গ কিমি
🛑 ভারতবর্ষ পুরো পৃথিবীর ২.৪% জায়গা জুড়ে রয়েছে. 
🛑 আয়তন অনুসারে পৃথিবীর বৃহত্তম দেশ সমূহ:
1st: Russia 🇷🇺 
2nd: Canada 🇨🇦 
3rd: China 🇨🇳 
4th: America 🇺🇸 
5th:  Brazil 🇧🇷 
6th: Australia 🇦🇺 
7th: India 🇮🇳 
*রাশিয়া পৃথিবীর ও এশিয়ার এবং ইউরোপের বৃহত্তম দেশ আয়তন অনুসারে. 
* কানাডা আমেরিকার মধ্যে বৃহত্তম দেশ আয়তন অনুসারে

 


indian geography


Post a Comment

Previous Post Next Post